Sunday, 11 February 2024

Humanity - DM Rahat - Sufi Media - Sufism

মানব ধর্ম


সকল ধর্মের মূল শিক্ষা হল মানবতা। আর মানবতাই হল মানব ধর্ম বা প্রেম ধর্ম বা ঈশ্বর ধর্ম। তাই প্রকৃত সাধক বা মানবতাবাদী মানুষ বা ঈশ্বর প্রেমীদের মধ্যে ধর্মীয় দ্বন্দ্ব থাকেনা। এই দ্বন্দ্ব শুধু দুনিয়াদারী অবুঝ মানুষদের মধ্যে সীমাবদ্ধ।

মানব ধর্ম ইসলাম, সনাতন, খ্রীষ্টান বা বৌদ্ধ ধর্মের মত কোনো জীবন ব্যবস্থা নয়। আবার এসব ধর্ম থেকে পৃথক কোনো ধর্মও নয়। বরং প্রতিটি ধর্মের মাঝেই মানব ধর্ম বিদ্যমান। তবে মানব ধর্মে প্রতিটি ধর্ম বিদ্যমান নয়। কারন একটি ধর্মের মাঝে অমানবিক কিছু থাকলে থাকতেও পারে, তবে মানব ধর্মে অমানবিক কিছুই নেই একমাত্র মানবতা ছাড়া। একটি ধর্মের কিছু কর্ম অন্য ধর্মের মানুষের কাছে খারাপ মনে হতে পারে। কিন্তু মানবতা কারো কাছেই খারাপ নয়। বরং খারাপ মানুষ গুলোও মানবতাকে ভাল হিসেবেই বিশ্বাস করে হোক সে আস্তিক বা নাসিক। আর এখানেই মানব ধর্মের সার্থকতা। একটি ধর্ম পালন করতে গেলে আপনাকে অন্যধর্ম বিসর্জন দিতে হবে।তবে মানব ধর্মই একমাত্র ধর্ম, যে ধর্ম পালনে মানুষকে নিজ ধর্ম ত্যাগ করতে হয় না। হোক সে হিন্দু, মুসলিম বা খ্রীষ্টান। বরং প্রতিটি ধর্মই মানুষকে মানব ধর্ম পালনের কথা বলে।

মানব ধর্ম অন্যন্য ধর্মের মতো মানুষ বংশানুসারে বা পিতামাতার উত্তরাধিকারী হিসেবে পায় না। হিন্দু ঘরে জন্ম নিয়ে একদল হিন্দু আর মুসলিম পরিবারে জন্ম নিয়ে আরেক দল নিজেদের মুসলিম ধার্মিক বলে দাবি করে। আর সমাজ তাদের সেই হিসেবেই গ্রহন করে। কিন্তু কেউ মানবতার শিক্ষা না পেলে, হৃদয়ে মানব প্রেম না থাকলে সে কখনো মানবতাবাদী বা মানব ধর্মের অনুসারী হতে পারে না। তাই কেউ চুরি ডাকাতী মানুষ হত্যা ও ধর্ষনের মত কাজ করার পরও মানুষ তাকে হিন্দু বা মুসলিম বলেই প্রচার করের থাকে। এই থেকেই বুঝা যায় যে, চোর ডাকাত খুনী ধর্ষক প্রানীরাও হিন্দু মুসলিম হতে পারে। তবে তারা কখনো মানব ধর্মের অনুসারী তথা মানবতাবাদী হতে পারে না। তাই মানবতাবাদী হওয়ার জন্য কাউকে ধর্মের বিশ্বাসী হতে হয় না বা ধার্মিকও হতে হয় না, শুধু মানুষ হওয়াই যথেষ্ট।

মানবতাহীন বা মনুষত্বহীন কোনো মানুষকেই মানুষ বলা যায় না, সর্বোচ্চ বাকশক্তি সম্পূর্ন বুদ্ধিমান প্রাণী বলা যায়। তাই মানবতাহীন আস্তিকদীর চেয়ে নাস্তিকরাই অনেক শ্রেয়, যারা মানুষকে ভালবাসতে জানে। মূলত ধার্মিক ত সেই ব্যক্তি, যে মানব ধর্ম পালন করে। মানব ধর্ম পালন না করে অন্য কোনো ধর্ম পালন করলে তা মানুষের কোনো কাজেই আসবে না। তবে অন্যন্য ধর্ম পালন না করেও যদি কেউ মানব ধর্ম পালন করে তবুও সে মানুষ হিসেবে স্বীকৃতি পাবে স্রষ্টার কাছে এবং সমাজেও।

মানব ধর্ম স্রষ্টার নিজের ধর্ম। স্রষ্টা নিজেও মানব ধর্মের অনুসারী। তাই তো তিনি নাস্তিকদেরও মন বাসনা পূর্ন করেন। তিনি জাত ধর্ম বিচার করেন না,বরং তিনি বিচার করেন মানুষের কর্ম। স্রষ্টার ধর্ম হল তাঁর গুনাবলী, যে গুন গুলোতে তিনি গুনাম্বিত। যেমন তিনি রহিম রহমান দয়ালু ক্ষমাশীল জ্ঞানী সুবিচারক। আর এগুলোই মানব ধর্মের কর্ম। এই গুন গুলো শুধু আল্লাহ মানুষকে দিয়েছেন ও জ্বীন জাতিকে দিয়েছেন। অন্য কোনো প্রাণীকে এই গুন গুলো দেন নাই। তাই শুধু জ্বীন ও ইনসানের উপরই ফরয, অন্য কোনো প্রাণীর উপ নয়। তাই আল্লাহ তাঁর গুনে আমাদের গুনাম্বিত হতে বলেছেন। তাছাড়া মানব ধর্মের প্রতি ইংগিত দিয়ে আল্লাহ তায়ালা কুরআনে ইরশাদ করেন যে:

فَأَقِمْ وَجْهَكَ لِلدِّينِ حَنِيفًا ۚ فِطْرَتَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا ۚ لَا تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ ۚ ذَٰلِكَ الدِّينُ الْقَيِّمُ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ

অর্থঃ তুমি একনিষ্ঠ হয়ে নিজেকে দীনের উপর প্রতিষ্ঠিত কর। আল্লাহর প্রকৃতির অনুসরণ কর, যে প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করেছেন; আল্লাহর সৃষ্টির কোন পরিবর্তন নেই। এটাই সরল দীন। কিন্তু অধিকাংশ মানুষ জানেনা. (সূরা রুম আয়াত ৩০)

অর্থাৎ প্রকৃত ধর্ম হচ্ছে আল্লাহর স্বভাব ও গুনাবলী। আর আল্লাহর স্বভাব হল তিনি সত্যবাদী, দয়ালু, করুনাময়, জ্ঞানী ও সুবিচারক ইত্যাদি। সুতারং আমাদের দয়ালু, ক্ষমাশীল, দানশীল হতে হবে, এককথায় মানবতাবাদী হতে হবে। আল্লাহর সৃষ্টীকে ভালবাসতে হবে, যেভাবে তিনি তাঁর সৃষ্টিকে ভালবাসেন কোনো জাত ধর্মের বিচার না করেই।

আর এই ব্যাপারে গীতায় শ্রীকৃষ্ণ বলেনঃ ”সর্ব ধর্মান্ পরিত্যজ্য মামেকং শরনং ব্রজ। অহং ত্বাং সর্বপাপেভো মোক্ষয়িষ্যামি মা শুচ:।।” অর্থাৎ সকল ধর্ম পরিত্যাগ কর এবং একমাত্র আমার-ই শরণ লও, শোক করোনা আমি তোমাদের সকল পাপ থেকে মুক্ত করব।

কবি কাজী নজরুল ইসলাম বলে গেছেনঃ “হিন্দু হিন্দু থাক, মুসলমান মুসলমান থাক, শুধু একবার এই মহাগগনতলের সীমা হারা মুক্তির মাঝে দাঁড়াইয়া মানব তোমার কন্ঠে সেই সৃষ্টিতে আদিমবাণী ফুটাও দেখি। বল দেখি “আমার মানুষ ধর্ম”। মানবতার এই মহান যুগে একবার গন্ডী কাটিয়া বাহির হইয়া আসিয়া বল যে, তুমি ব্রাহ্মন নও, শুদ্র নও, হিন্দু নও, মুসলমানও নও, তুমি মানুষ – তুমি ধ্রুব সত্য।

আর ইসলাম অর্থ শান্তি। যত জায়গায় ইসলাম শব্দটি ব্যবহার করা হচ্ছে, সেখানে ইসলাম্না লিখে “শান্তি” শব্দটা লিখুন। তাহলে দেখবেন আর কোনো ধর্মীয় দ্বন্দ থাকবে নাই এই সমাজে। আসুন আমরা মানবতাবাদী হই, নিজ ধর্মের সহীত মানব ধর্ম পালন করি।

বিঃদ্রঃ অনেকেই প্রচার করেন যে, লালন সাইজি নাকি মানব ধর্মের প্রতিষ্ঠাতা, এটা একদম হাস্যকর মন্তব্য। কারন সাইজি নিজেই মানব ধর্মের একজন অনুসারী ছিলেন, যে জ্ঞান তাঁর গুরু তাকে দান করেছিলেন,সিরাজ সাইয়ের দর্শন লাভের আগে লালন সাইজিও ধর্ম বেড়ায় আবদ্ধ ছিল। মানব ধর্মের প্রতিষ্ঠাতা স্রষ্টা নিজেই। আর এটা সব মানুষের ভিতরেই থাকে ।
(মানব ধর্ম)

Copyright: DM Rahat

Sunday, 4 February 2024

HOLY 130th URS MUBARAK - SUFI MEDIA - SUFISM

Today Holy 130th Urs Mubarak!!!

❝ ওরছে পাকে গাউছে আজম শাহে চাঁদপুরকা
আশেকোকে শওকছে তাশরীফ লানা চাহিয়ে। ❞



হযরত চাঁদপুরীশাহ কেবলার ১৩০ তম ওরছ শরীফ
দিবসঃ ২২ মাঘ ১৪৩০, ০৫ ফেব্রুয়ারী ২০২৪, সোমবার

দরবারে চাঁদপুরীশাহ, লাকসাম, কুমিল্লা, চট্টগ্রাম, বাংলাদেশ।

📍 দোয়াগো সাজ্জাদানশীনঃ
হযরত আবু আশরাফ মোহাম্মাদ গাজীউল হক চাঁদপুরীশাহ (রাঃ)
শাহজাদায়ে গাউছে জামান ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী

📍📍নায়েবে সাজ্জাদানশীনঃ
সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক চাঁদপুরী
সৈয়দ মোহাম্মদ মাজেদুল হক চাঁদপুরী

#Urs #UrsMubarak #UrsSharif #Sufi #SufiLive #SufiWorld #SufiFestival #SufiCentre #SufiOrder #SufiMedia
#GlobalSufiServices #GlobalSufiMedia #Tasawwuf #Sufism #التصوف #Islam

Maizbhandar Urs Sharif - Sufi Media - Sufism

মহান ২৭ মাঘ


ত্বরীকায়ে মাইজভাণ্ডারীয়ার বৈশ্বিক রূপদানকারী,শায়খুল ইসলাম, হুজুর গাউসুল ওয়ারা আলহাজ্ব আল্লামা শাহসূফী
সৈয়দ মইনুদ্দীন আহমদ
আল -হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী কাদ্দাছাল্লাহু ছিররাহুল আজিজ কেবলা কাবার ৮৭ তম খোজরোজ শরীফ এবং
মাইজভাণ্ডার রহমানিয়া মইনীয়া দরসে নেজামী মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার সালানা জলসা
৯ ও ১০ ফেব্রুয়ারি -২০২৪
শুক্র ও শনিবার
➡ছদারত ও আখেরী মুনাজাত পরিচালনা করবেন:
মুর্শিদ কেবলার স্থলাভিষিক্ত,খেলাফতপ্রাপ্ত আওলাদ,রাহ্বারে শরীয়ত ও ত্বরীকত মাওলানা শাহসূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ
আল -হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী মদ্দাজিল্লহুল আলী
সাজ্জাদানশীল - দরবারে গাউছুল আযম মাইজভাণ্ডারী ফটিকছড়ি চট্টগ্রাম
কেন্দ্রীয় সভাপতি - আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া।
➡এই বরকতময় মহা খোজরোশ শরীফে জাতি -ধর্ম নির্বিশেষে সকলেই আমন্ত্রিত।
যোগাযোগ: গাউছিয়া রহমানিয়া মইনীয়া মঞ্জিল , মাইজভাণ্ডার দরবার শরীফ, ফটিকছড়ি চট্টগ্রাম।
➡ব্যবস্থাপনায়: আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া।
➡ সৌজন্যে: হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট

#Urs #UrsMubarak #UrsSharif #Sufi #SufiLive #SufiWorld #SufiFestival #SufiCentre #SufiOrder #SufiMedia
#GlobalSufiServices #GlobalSufiMedia #Tasawwuf #Sufism #التصوف #Islam

Invitation from Baghdad Sharif - Sufi Media - Sufism

Alhamdulillah Invitation from Baghdad Sharif due to already scheduled program I will not be attending but my prayers are with the conference, May Allah grant success to the conference Ameen.


আলহামদুলিল্লাহ বাগদাদ শরীফের আমন্ত্রণ আগেই নির্ধারিত কর্মসূচির কারণে আমি উপস্থিত থাকব না তবে আমার দোয়া সম্মেলনের সাথে, আল্লাহ সম্মেলন সফল করুন আমিন।

“To Sayeed Saifuddin Ahmed
People's Republic of Bangladesh
Under the patronage of His Excellency the Prime Minister of the Republic of Iraq, the Honorable Engineer Mohammed Shyaa Al Sudani, The Sunni Endowment Office is pleased to invite you to attend the First International Sufism conference, which will be held under the title (Sufism and its role in the unification and rising the nation) in the embrace of the blessed Hazrat Qadiriyah, for a period of 3 days, from (7 to 9 February 2024).
Professor Dr. Mishaan Al-Khazraji
President of the Sunni Endowment Office”

#Sufi #SufiLive #SufiWorld #SufiFestival #SufiCentre #SufiOrder #SufiMedia
#GlobalSufiServices #GlobalSufiMedia #Tasawwuf #Sufism #التصوف #Islam

URS Mubarak - Sufi Media - Sufism

HOLY URS MUBARAK 



ওরছে-এ পাকে সুলতানুল আরেফীন রাহে ভান্ডারী (ক.) - Sufi Media - Sufism

ওরছ-এ-পাকে সুলতানুল আরেফিন রাহে ভান্ডারী (ক.)



চট্টগ্রাম দরবার শরীফ'র প্রতিষ্ঠাতা সুলতানুল আরেফিন হযরত শাহছুফি মৌলানা ছৈয়দ মোহাম্মাদ আব্দুল মালেক শাহ (ক.)'র ৪৫তম চন্দ্র বার্ষিক ওরছে বেছালি ২২ রজব ১৪৪৫ হিজরী অনুষ্ঠিত হচ্ছে পোরাস্থ রাহে ভান্ডার খানকাহ শরীফে।




রাহে ভান্ডার দর্শনের মহান দীক্ষাগুরু, ছিররুর রহমান, মাখযানুল কোরআন শাহছুফি মওলা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.) এর নির্দেশনা মোতাবেক আয়োজিত উক্ত অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি দাওয়াত রইলো।




তারিখ- ২২ রজব ১৪৪৫ হিঃ, ২১ মাঘ ১৪৩০ বাং, ৪ ফেব্রুয়ারী ২০২৪ ইং, রবিবার বাদে এ'শা।
স্থানঃ রাহে ভান্ডার খানকা শরীফ,
ছৈয়দবাড়ী, উত্তর পোমরা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।

নিবেদক- হযরত ছুফি ছৈয়দ হারুনুর রশীদ ফকির
খলিফা, রাহে ভান্ডার সিলসিলাহ

প্রচারে- মালেক মঞ্জিল | Almighty Tune - সুরালয়

©️ ছৈয়দ ফয়সাল

#Urs #UrsMubarak #UrsSharif #Sufi #SufiLive #SufiWorld #SufiFestival #SufiCentre #SufiOrder #SufiMedia
#GlobalSufiServices
#GlobalSufiMedia
#Tasawwuf #Sufism #التصوف #Islam

Friday, 2 February 2024

Urs Mubarak - Sufi Media - Sufism

HOLY URS MUBARAK!!!


আজ 20শে মাঘ ১৪২৭ বাংলা, ৩রা ফেব্রুয়ারী ২০২১ খ্রিষ্টান। হযরত নেয়ামত আলী শাহ্ (রহ.) বাষিক ওরশ শরীফ ও মিলাদ মাহফিল।


#Urs #UrsMubarak #UrsSharif #Sufi #SufiLive #SufiWorld #SufiFestival #SufiCentre #SufiOrder #SufiMedia
#GlobalSufiServices #GlobalSufiMedia 
#Tasawwuf #Sufism #التصوف #Islam

URS MUBARAK -SUFISM - BANGLADESH

Holy Urs Mubarak #Urs #UrsMubarak #UrsSharif #Sufi #SufiLive #SufiWorld #SufiFestival #SufiCentre #SufiOrder #SufiMedia #World #Global #Glo...