আগামীকাল ২৭ জানুয়ারী'২৪ ইং শনিবার, সকাল ১০ টা থেকে সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসায় শীতবস্তু সম্প্রদান ও পুরষ্কার বিতরণী সভা'২৪ ইং অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
স্থান: সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গন, ডাঙ্গারচর, কর্ণফুলী চট্টগ্রাম।
প্রধান অতিথি:
জনাব আলহাজ্ব ফারুক চৌধুরী মাননীয় চেয়ারম্যান, কর্ণফুলী উপজেলা পরিষদ। সভাপতি কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ।
উদ্বোধক : হাজী নুরুল হক - সম্মানিত চেয়ারম্যান, ১নং (ক) জুলধা ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি: জনাব আলহাজ্ব আমির আহমদ সম্মানিত ভাইস চেয়ারম্যান, কর্ণফুলী উপজেলা পরিষদ।
বিশেষ অতিথি: জনাব ডাক্তার ফারহানা মমতাজ - সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান, কর্ণফুলী উপজেলা পরিষদ।
সভাপতি:
আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ প্রতিষ্ঠাতা, সভাপতি ও সার্বিক তত্ত্বাবধায়ক, অত্র মাদ্রাসা।
অতিথিবৃন্দ: শিপ্রা দে- সম্মানিত মহিলা ইউপি সদস্য, ডাঙ্গারচর, ১, ২ ও ৩ নং ওয়ার্ড
সম্মানিত জনাব মোহাম্মদ শাহাব উদ্দিন ইউপি সদস্য, ডাঙ্গারচর, ৩ নং ওয়ার্ড
জনাব শরীফ মিয়াজী ইউপি সদস্য, ডাঙ্গারচর, ২ নং ওয়ার্ড জনাব সাইফুল ইসলাম বদি ইউপি সদস্য,
ডাঙ্গারচর, ১ নং ওয়ার্ড
আয়োজনে: সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা।।
©️ #SufiMedia #Sufism

No comments:
Post a Comment