Monday, 29 January 2024

URS MUBARAK - SUFI MEDIA - SUFISM




নরসিংদী পীরপুর মাজার শরীফের তিন দিনব্যাপী ওরস শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। এই মহাপবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হবে আগামী মাসের ১১,১২ ও ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ইং ২৮,২৯ ও ৩০ মাঘ ১৪৩০ বাংলা রোজ রবি সোম ও মঙ্গলবার। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রাধানগর পীরপুর গ্রামে আনুষ্ঠানিকভাবে মহাপবিত্র ওরস মোবারক শুরু হবে।

ওরস শরীফের দিন ভোর থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষকে দরবারে ভিড় জমাতে থাকে ওরস শরীফ প্রাঙ্গণে। প্রতিবছর স্থানীয় ভক্ত ছাড়াও বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার মানুষ আসেন এই দরবারে।

মানত পরিশোধ, রোগমুক্তি, মনবাসনা পূরণ, আধ্যাত্মিক কামিয়াব লাভসহ নানা কারণে আসেন তারা। নারী, পুরুষ, শিশু, কিশোর, বৃদ্ধ সব শ্রেণীর লোকের সমাগম ঘটে এখানে।

তিন দিনের এই ওরসে প্রতি ওয়াক্তই কয়েক হাজার মানুষকে বিনামূল্যে খাওয়ানো হয়। পীরের দরবারে বসে খান ভক্ত ও দর্শনার্থীরা। ওরস উপলক্ষে দরবারের সামনে তিনদিনের মেলাও বসে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রাধানগর পীরপুর গ্রামে ইসলাম প্রচারকারী মহান ওলি সুলতানুল আউলিয়া চেরাগি পীর হজরত সৈয়দ মাওলা বাবা ফতেহ আলী শাহ্ কেবলা কাবা একজন ধর্মীয় সাধক ছিলেন।


বর্তমান দরবার শরীফের ভক্ত আশেকান দৈনিক চলনবিলের কথাকে জানান, তিন দিনব্যাপী ওরস শরীফে ধর্মীয় আলোচনাসহ নানা আয়োজন করবেন। যেহেতু দূর-দূরান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা আসে সেজন্য আমরা বিনামূল্যে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়ে থাকে। যে যার মতো উঠোনে, মাঠে, দরবার শরীফে ও মসজিদের বারান্দায় ঘুমায় কোন সমস্যা হয় না। মহিলাদের ঘুমানোর জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হয়। এত মানুষের সমাগম হওয়ার পরেও কোনো বিশৃঙ্খলা নেই এ দরবারে। এটা শুধু আল্লাহর রহমত থাকলেই সম্ভব।

©️ #SufiMedia #Sufism

No comments:

Post a Comment

URS MUBARAK -SUFISM - BANGLADESH

Holy Urs Mubarak #Urs #UrsMubarak #UrsSharif #Sufi #SufiLive #SufiWorld #SufiFestival #SufiCentre #SufiOrder #SufiMedia #World #Global #Glo...