আউলিয়ায়ে কেরামের ওরশ শরীফ ও খোশরোজ শরীফ।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাঁর প্রিয় বান্দাদের জীবন, মৃত্যু এবং পুনরুত্থানের প্রতিটি পর্যায়কে রহমত ও শান্তির দান হিসেবে ঘোষণা করেছেন। পবিত্র কুরআনের সূরা মরিয়মের ১৫ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে:
“ওয়াস সালামু ‘আলাইহি ইয়াওমা উলিদা, ওয়া ইয়াওমা ইয়ামুতু, ওয়া ইয়াওমা ইউব’আসু হাইয়্যা।”
— অর্থাৎ, “তাঁর প্রতি শান্তি, যেদিন তিনি জন্মগ্রহণ করেন, যেদিন মৃত্যুবরণ করেন এবং যেদিন পুনরুত্থিত হবেন।”
তাফসীরে কানযুল ঈমান ও খাযাইনুল ইরফানে ইমাম আহমদ রেজা খান (রহঃ) ব্যাখ্যা করেন। এ আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে, নবী হযরত ইয়াহইয়া (আঃ)-এর জন্ম, ওফাত এবং পুনরুত্থানের দিন আল্লাহ তায়ালা তাঁকে শান্তি, নিরাপত্তা ও নূরের সুসংবাদ প্রদান করেছেন। এই দিনগুলো আল্লাহর নৈকট্যের নিদর্শন, তাঁর রহমতের প্রতিফলন।
এমনইভাবে, যারা আল্লাহর আউলিয়ায়ে কেরাম, যারা দুনিয়া ত্যাগ করে রুহানী জগতে আল্লাহর সান্নিধ্যে রয়েছেন, তাঁদের ওফাত দিবসও এক আলোকোজ্জ্বল খোশরোজ আল্লাহর অনুপম নিয়ামতের প্রকাশ।
শহীদ ও আউলিয়ায়ে কেরামের রুহানী জীবনের প্রমাণ:
সূরা আলে ইমরানের ১৬৯-১৭০ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে:
“তোমরা আল্লাহর পথে নিহতদের মৃত মনে করো না; বরং তারা জীবিত, তাদেরকে তাঁদের প্রভুর নিকট হতে রিযিক প্রদান করা হয়।”
আল্লাহ তায়ালা এখানে আউলিয়ায়ে কেরাম, শহীদ ও আহলুল্লাহদের রূহানী জীবনের সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। তারা রুহে কুদসী অবস্থায় আল্লাহর বিশেষ অনুগ্রহে সমৃদ্ধ হন, জান্নাতের নেয়ামত ভোগ করেন এবং দুনিয়ার মুমিনদের জন্য দোয়া করেন।
মহান তাফসীরকার আল্লামা কাজী ছানাউল্লাহ পানিপথী (রহঃ) “তাফসীরে মাযহারী” ও “তাজকিরাতুল মাওতা” কিতাবে বলেন- আল্লাহর আউলিয়ায়ে কেরামেরা কবরের পরও জীবিত, তাঁদের আত্মা আসমান ও জমিনের মাঝে স্বাধীনভাবে চলাচল করতে সক্ষম। তাঁরা তাঁদের বেছালের দিন আল্লাহর দরবার হতে এমন রূহানী ফয়েজ লাভ করেন যা দুনিয়ার আহলে ইমানদের প্রতি বারাকাহর উৎস হয়ে ওঠে।
ওরশ শরীফের মাহাত্ম্য ও শোকরিয়া:
এ কারণেই আউলিয়ায়ে কেরামের ওফাত দিবসকে রূহানী খোশরোজ হিসেবে পালন করা হয়। কুরআন তিলাওয়াত, মিলাদ শরীফ, দুরুদ, নাত, কাওয়ালী, ছামা ও যিকিরের মাধ্যমে, পবিত্র রওজা মোবারকে আতর, ফুল, গিলাফ প্রদান করে, তাবারুক বিতরণ ও কুরবানির আয়োজনের মাধ্যমে আনন্দ প্রকাশ করা হয়। এতে শরীয়ত বিরোধী কিছু নেই, বরং এটি কুরআন-সুন্নাহর রূহানী দৃষ্টিভঙ্গিরই বাস্তবায়ন।
বরকতের বাহক এই দিনসমূহ:
আশেকগণ এই ওরশ শরীফ ও খোশরোজের দিনে আল্লাহর প্রিয় বান্দাদের উসিলায় আল্লাহর রহমত, মাগফিরাত ও রূহানী নূর লাভের সৌভাগ্যে ধন্য হন। এই দিনগুলিতে তাঁদের রূহানী দরবারে হাজিরা দিয়ে যারা দোয়া ও ফয়েজ লাভ করেন, তাঁদের অন্তর আল্লাহর জিকিরে জাগ্রত হয় এবং হৃদয়ে নেমে আসে এক অপার্থিব সুকূন।
আল্লাহ আমাদেরকে আউলিয়ায়ে কেরামের মহব্বত দান করুন এবং তাঁদের রূহানী ফয়েজ ও বরকত দ্বারা অন্তরকে নূরানী করুন। আমিন।
#৭ই_ভাদ্র #7th_vadro #মুজিব_বাবাজান #MUJIB_BABAJAN
Holy Urs Mubarak!!!
#Maizbhandar #MaizbhandarSharif #MaizbhandarDarbarSharif
#Chittagong #Bangladesh
#Urs #UrsMubarak #UrsSharif #Sufi #SufiLive #SufiWorld #SufiFestival #SufiCentre #SufiOrder #SufiMedia #World #Global #GlobalSufiServices #GlobalSufiMedia #Tasawwuf #Sufism #التصوف #Islam
#Bangladesh


No comments:
Post a Comment