Friday, 26 December 2025

814th annual Urs Mubarak of Hazrat Khawaja Gharib Nawaz (RA) - Sufism - SufiCenter - Bangladesh - India

6 Rajab, 814th Annual Urs Mubarak of Hazrat Khawaja Gharib Nawaz(r) at Ajmer Dargah Sharif, INDIA

আজ ৬ ই রজব সুলতান-উল-হিন্দ, আতায়ে রাসুল (ﷺ) খাজা গরীবে নেওয়াজ হজরত সৈয়দ মুইনুদ্দিন চিশতী আজমেরী সানজারী আল- হোসাইনী (রাহমাতুল্লাহি তাআলা আলাইহি)র আজ পবিত্র বাৎসরিক ওরশ মোবারক।



৬৩৩ হিজরীর ৫ রজব দিবাগত রাত অর্থাৎ ৬ রজব জগদ্বিখ্যাত সাধক আউলিয়া কূল শিরমনি সুলতানুল হিন্দ হযরত খাজা সৈয়দ মঈনুদ্দীন চিশতী (রহ:) ক্ষণস্থায়ী দুনিয়া হতে চির বিদায় গ্রহণ করে আখিরাতে আল্লাহর সান্নিধ্যে চলে যান। তখন তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। ওফাতের সাথে সাথে তাঁর পবিত্র কপাল শরীফ-এ স্পষ্টভাবে আরবীতে স্বর্ণোজ্বল নূরানী অরে লিখা হয়ে যায় “হাযা হাবীবুল্লাহ মা-তা ফি হুব্বিল্লাহ” অর্থাৎ ইনি আল্লাহর বন্ধু আল্লাহর মুহব্বতেই তিনি বিছাল লাভ করেছেন। গরীবে নেওয়াজের বড় সাহেবজাদা হযরত খাজা সৈয়দ ফখরুদ্দীন চিশতী রহ: উনার জানাজার নামাজ পড়ান।

খাজা গরীবে নেওয়াজ হজরত সৈয়দ মুইনুদ্দিন চিশতী আজমেরী সানজারী আল-হোসাইনী (রাহমাতুল্লাহি তাআলা আলাইহি)র হুজুর পাক (দঃ) এর দোয়া এবং নির্দেশ লাভ করে পবিত্র আজমীরে আগমন করেছিলেন। কালের পবির্তনের সাথে সাথে আজমীরের ঐতিহাসিক গুরুত্বে পরিবর্তন ঘটতে থাকে কিন্তু খাজা বাবার তথায় আগমন এবং অবস্থানের ফলে আজমীরে যেভাবে কলেবর বৃদ্ধি পেয়েছে এবং পাচ্ছে ও গৌরবের অধিকারিনী হয়েছে তা অবর্ণনীয়।খাজা বাবা (রহঃ) স্বীয় মাতৃভূমি হতে রাসুলে পাক (দঃ) এ নির্দেশে হিজরত করে হিন্দুস্থানের মাটিতে ইসলাম ধর্মপ্রচারের জন্য জীবনের অর্ধেকেরও অধিক সময় ব্যয় করেছেন। তাঁর দৃঢ়তায় উপমহাদেশে ইসলামের পতাকা বুলন্দ ও সুদৃঢ় হয়।

সুলতান-উল-হিন্দ, আতায়ে রাসুল (ﷺ) খাজা গরীবে নেওয়াজ হজরত সৈয়দ মুইনুদ্দিন চিশতী আজমেরী সানজারী আল-হোসাইনী (রহ:) হিন্দুস্তানে সর্বপ্রথম কালিমায় ঝান্ডা উড়িয়ে দিয়ে ফুৎকার করে বলেছিলেনঃ

"শাহ আস্ত হোসাইন, বাদশাহ্ আস্ত হোসাইন, দ্বীন আস্ত হোসাইন, দ্বীন পানাহ আস্ত হোসাইন, সার দাদ না দাদ দাস্ত দার দাস্ত এ ইয়াযীদ, হাক্কা কে বিনায়ে লা ইলা আস্ত হোসাইন"।

বাংলা অনুবাদঃ আধ্যাত্বিক জগতের সম্রাট হলেন হোসাইন, বাদশাহ হলেন হোসাইন, ধর্ম হলেন হোসাইন, ধর্মের আশ্রয় দাতা হলেন হোসাইন, শির দিয়েছেন, দেননি হাত ইয়াযীদের হাতে, সত্য তো ইহাই যে লা-ইলাহার সমস্ত স্তম্ভ হলেন হোসাইন (আ)।

আজও সুলতান-উল-হিন্দ, আতায়ে রাসুল (ﷺ) খাজা গরীবে নেওয়াজ হজরত সৈয়দ মুইনুদ্দিন চিশতী আজমেরী সানজারী আল-হোসাইনী (রহ:) উরুস মোবারক পালন করছেন কিন্তু কখনও কি উনাকে অনুসরণ করতে পেরেছেন? যদি অনুসরণ করতে পারতেন তাহলে আপনিও আল্লাহর অলী হয়ে যেতেন। তিনিও ১২ ইমাম পাকের ইমামতের ছায়াতলেরই যাওয়ার পয়গাম দিয়েছেন ও আনুগত্য করতে বলে গেছেন আজীবন।

আস্সালামু আলাইকা ইয়া আউলিয়ায়ীল কামেলীন, ইয়া সুলতান-উল-হিন্দ, আতায়ে রাসুল (ﷺ) ইয়া খাজা, ইয়া গারীবে নেওয়াজ, ইয়া আশেকে হুসাইন, ইয়া মঈনুদ্দিন! হে রাব্বুল ইজ্জত আমাদেরকে ঈমান রক্ষার দুর্যোগপূর্ণ সময়ে খাজা গরীবে নেওয়াজ (রহঃ) এর আদর্শ ও নীতি অনুসরণ করে বাস্তব জীবনে অনুসরণ করার তৌফিক দান করুন। এবং উনার রুহানী ফায়েজ ও জিয়ারত আমাদের নসীব করেন।আমিন, ছুম্মা আমিন।

©️ সৈয়দ হোসাইন উল হক আল-হোসাইনী

Holy Urs Mubarak!!! 
#Urs #UrsMubarak #UrsSharif #Sufi #SufiLive #SufiWorld #SufiFestival #SufiCentre #SufiOrder #SufiMedia #World #Global #GlobalSufiServices #GlobalSufiMedia #Tasawwuf #Sufism #التصوف #Islam

No comments:

Post a Comment

814th annual Urs Mubarak of Hazrat Khawaja Gharib Nawaz (RA) - Sufism - SufiCenter - Bangladesh - India

6 Rajab, 814th Annual Urs Mubarak of Hazrat Khawaja Gharib Nawaz(r) at Ajmer Dargah Sharif, INDIA আজ ৬ ই রজব সুলতান-উল-হিন্দ, আতায়ে রাসুল (ﷺ...