Tuesday, 6 January 2026

URS MUBARAK - SUFISM

প্রিয় আশেকানে ত্বরিকত
আসসালামু আলাইকুম


আগামী ৩১ জানুয়ারি ২০২৬
রোজ শনিবার

হযরত কেবলায়ে আলম শুকছড়ী দরবার,
মাহবুবে খোদা ,কুতুবে রাব্বানী , আরেফ বিল্লাহ
হযরত সৈয়দ আবদুল খালেক শাহ ওরফে
 হযরত শাহ জুলফক্বার ছূফী (ক.) এর
১০৪তম বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হবে।
উক্ত ওরশ মোবারকে আপনারা উপস্থিত হয়ে রুহানী ফুয়ুজাত হাসিল করুন।

বিঃদ্রঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে ওরশ শরীফের নির্ধারিত তারিখ ১ফাল্গুন, ১৪ ফেব্রুয়ারির পরিবর্তে ৩১ জানুয়ারি করা হয়েছে।
--------------------------------------------------------------------------

104th
UrsMubarak of Mahbube khoda, Kutube Rabbani, Aref Billah
 Hazrat Syed Abdul Khalek Shah
Orf Hazrat_Shah_Julfikar_Sufi (k.)
January_31st_2026
Saturday.

All are cordially invited for this holy programme.

Special Note: Due to the upcoming National Parliamentary Election, the scheduled date of the Urs Sharif has been changed from 1st Falgun (14 February) to 31 January.

Monday, 5 January 2026

শরিয়ত, মারফত, হকিকত, তরিকত,চার তরিকা অর্থ কি?

প্রশ্ন: শরিয়ত, মারফত, হকিকত, তরিকত,চার তরিকা অর্থ কি?

উত্তর: এগুলো তরিকা নয়, বরং তরিকার বিভিন্ন স্তর। প্রতিটা তরিকার বিধি-বিধান থাকে, জ্ঞান, কর্ম বা সাধনার স্তর থাকে।
১.শরীয়ত অর্থ বিধান। 
২.তরিকত অর্থ (বিধান মতে চলার) রাস্তা।
৩.হাকিকত অর্থ (তরিকায় থেকে) বাস্তব বা সত্য উপলব্ধি।
৪.মারেফত অর্থ (হাকিকতের গুপ্ত রহস্য সম্পর্কে) জানা।
৫.ওয়াহেদানিয়াত অর্থ (মারেফত হাসিলের মাধ্যমে) এক আল্লাহর সাথে বা'কা হওয়া বা চিরস্থায়ীভাবে মিলে যাওয়া।

-DM Rahat


#Sufism

URS MUBARAK - SUFISM

প্রিয় আশেকানে ত্বরিকত আসসালামু আলাইকুম আগামী ৩১ জানুয়ারি ২০২৬ রোজ শনিবার হযরত কেবলায়ে আলম শুকছড়ী দরবার, মাহবুবে খোদা ,কুতুবে রাব্বানী , আর...