উত্তর: এগুলো তরিকা নয়, বরং তরিকার বিভিন্ন স্তর। প্রতিটা তরিকার বিধি-বিধান থাকে, জ্ঞান, কর্ম বা সাধনার স্তর থাকে।
১.শরীয়ত অর্থ বিধান।
২.তরিকত অর্থ (বিধান মতে চলার) রাস্তা।
৩.হাকিকত অর্থ (তরিকায় থেকে) বাস্তব বা সত্য উপলব্ধি।
৪.মারেফত অর্থ (হাকিকতের গুপ্ত রহস্য সম্পর্কে) জানা।
৫.ওয়াহেদানিয়াত অর্থ (মারেফত হাসিলের মাধ্যমে) এক আল্লাহর সাথে বা'কা হওয়া বা চিরস্থায়ীভাবে মিলে যাওয়া।
-DM Rahat
#Sufism

No comments:
Post a Comment